আমাদের পোস্ট আপনাদের মুগ্ধ করতে পারে

Tuesday, May 22, 2018

ইমদাদুল হক মিলন


☆☆ জীবিকাঃ ঔপন্যাসিক,গল্পকার,বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত আছেন। ☆☆ জন্ম পরিচয়ঃ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে। ☆☆ পিতা-মাতা: তাঁর বাবার নাম গিয়াসুদ্দিন খান এবং মার নাম আনোয়ারা বেগম। ☆☆ জাতীয়তা: বাংলাদেশী ☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: ঝরা পালক (১৯২৭), বপ্নলতা সেন (১৯৫২), ধূসর পান্ডুলিপি (১৯৩৬), সাতটি তারার তিমির (১৯৪৮), জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪), রূপসী বাংলা (১৯৫৭) ☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার (১৯৯২), বাচসাস পুরস্কার, চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক ☆☆ দাম্পত্য সংগীঃ আফরোজা বেগম
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support