আমাদের পোস্ট আপনাদের মুগ্ধ করতে পারে

Tuesday, May 22, 2018

সৈয়দ ওয়ালিউল্লাহ়


☆☆ জীবিকাঃ সরকারী কর্মকর্তা, ঔপন্যাসিক, গল্পকার, কবি ও সাহিত্য সমালোচক ☆☆ জন্ম পরিচয়ঃ তাঁর জন্ম চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায়, ১৯২২ খ্রীস্টাব্দের ১৫ আগস্ট। ☆☆ পিতা-মাতা: তাঁর পিতা সৈয়দ আহমাদুল্লাহ ছিলেন একজন সরকারি কর্মকর্তা; মা নাসিম আরা খাতুনও সমতূল্য উচ্চশিক্ষিত ও রুচিশীল পরিবার থেকে এসেছিলেন, সম্ভবত অধিক বনেদি বংশের নারী ছিলেন তিনি। ☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প ☆☆ জাতীয়তা: বাংলাদেশী ☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: লালসালু (১৯৪৯) ঢাকা, চাঁদের অমাবস্যা (১৯৬৪) ঢাকা, কাঁদো নদী কাঁদো (১৯৬৮), গল্প-সমগ্র (মার্চ, ১৯৭২) সৈয়দ ওয়ালিউল্লাহ-রচনাবলি ☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০১ শ্রেষ্ঠ কাহিনীকার। ☆☆ দাম্পত্য সংগীঃ তার স্ত্রী ফরাসিনী। নাম: আন্-মারি লুই রোজিতা মার্সেল তিবো। তাদের আলাপ হয়েছিলো সিডনিতে। ওয়ালিউল্লাহ যেমন পাকিস্তানি দূতাবাসে, আন্-মারি তেমনি ছিলেন ফরাসি দূতাবাসে। দেড়-দু বছরের সখ্য ও ঘনিষ্টতা রূপান্তরিত হয় পরিণয় বন্ধনে। ওয়ালিউল্লাহ তখন করাচিতে। সেখানেই ১৯৫৫ সালের ৩ অক্টোবর তাদের বিয়ে হয়। ধর্মান্তরিতা বিদেশিনীর নাম হয় আজিজা মোসাম্মত নাসরিন। মৃত্যু : অক্টোবর ১০, ১৯৭১
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support