☆☆ জীবিকাঃ কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। বর্তমানে তিনি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন।
☆☆ জন্ম পরিচয়ঃ আনিসুল হকের জন্ম মার্চ ৪, ১৯৬৫ সালে রংপুর বিভাগের নীলফামারীতে।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতার নাম মো. মোফাজ্জল হক এবং মায়ের নাম মোসাম্মৎ আনোয়ারা বেগম।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: জলরংপদ্য (২০০২), জলরংপদ্য (২০০২), মা (২০০৩), আয়েশামঙ্গল, খেয়া, ফাঁদ, বেকারত্বের দিনগুলিতে প্রেম, নাল পিরান, করিমন বেওয়া, প্রত্যাবর্তন, সাঁকো, মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর এবং মেড ইন বাংলাদেশ সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন
⍟⍟⍟ এছাড়া তিনি "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" টেলিভিশন সিনেমারও স্ক্রিপ্ট লিখেছেন।
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: শ্রেষ্ঠ টিভি নাট্যকার পুরস্কার, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার
☆☆ দাম্পত্য সংগীঃ মেরিনা ইয়াসমিন
0 comments:
Post a Comment