☆☆ প্রকৃত নামঃ মীর আব্দুস শুকুর আল মাহমুদ
☆☆ জন্ম পরিচয়ঃ আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
☆☆ জীবিকা: কবি, সম্পাদক, সাংবাদিক, সাবেক পরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বর্তমানে তিনি মাসিক নতুন কিশোকণ্ঠ পত্রিকার উপদেষ্টা হিসেবে আছেন
☆☆ সাহিত্য ধারাঃ গ্রামীণ জীবন, নারী
☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয় (১৯৩৬-১৯৪৭), পাকিস্তানী (১৯৪৭-১৯৭১), বাংলাদেশী (১৯৭১-বর্তমান)
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন, উপন্যাস সমগ্র, বখতিয়ারের ঘোড়া
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক, কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার
0 comments:
Post a Comment