আমাদের পোস্ট আপনাদের মুগ্ধ করতে পারে

Tuesday, May 22, 2018

আবদুল্লাহ আল-মুতী


☆☆ জীবিকাঃ সাবেক সচিব,অধ্যাপক, শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী ☆☆ জন্ম পরিচয়ঃ জানুয়ারি ১, ১৯৩০ সালে সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে আবদুল্লাহ আল-মুতীর জন্ম ☆☆ পিতা-মাতা: তার মা হালিমা শরফুদ্দিন এবং বাবা শেখ মইন শরফুদ্দিন ☆☆ সাহিত্য ধারাঃ বিজ্ঞান বিষয়ক লেখা ☆☆ জাতীয়তা: বাংলাদেশী ☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: এসো বিজ্ঞানের রাজ্যে (১৯৫৫), অবাক পৃথিবী (১৯৫৫), জানা-অজানার দেশে (১৯৭৬), সাগরের রহস্যপুরী (১৯৭৬), তারার দেশের হাতছানি (১৯৮৪), আমাদের শিক্ষা কোন পথে (১৯৯৬), আকাশের সঙ্গে মিতালী (১৯৫৬) ☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী, স্বাধীনতা পদক (১৯৯৫), একুশে পদক পুরস্কার (১৯৮৫) ☆☆ মৃত্যু : নভেম্বর ৩০, ১৯৯৮
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support