☆☆ ছদ্ম নামঃ কমলাকান্ত
☆☆ পরিচিতি: প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক
☆☆ জন্ম পরিচয়ঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় জুন ২৭, ১৮৩৮ সালে বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে।
☆☆ পিতা-মাতা: পিতা: যাদবচন্দ্র চট্টোপাধ্যায়
☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয়
☆☆উল্লেখযোগ্য রচনাসমূহ: দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী , কমলাকান্তের দপ্তর
☆☆ দাম্পত্য সংগীঃ ১৮৬০ সালের জুন মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষী দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়
☆☆ মৃত্যু: এপ্রিল ৮, ১৮৯৪
0 comments:
Post a Comment