☆☆ প্রকৃত নামঃ আসা উদ্দীন
☆☆ জীবিকাঃ অল্প বয়সে তাঁর পিতার মৃত্যু হলে চট্টগ্রামের অধীপতি নেজাম শূর তার পিতার উজির পদে তাঁকে অভিসিক্ত করেন
☆☆ জন্ম পরিচয়ঃ জন্ম আনুমানিক ১৬শ শতক চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ কিংবা জাফরাবাদে।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতা মোবারক খান ছিলেন চট্টলাধীপতির উজির (মন্ত্রী)
☆☆ জাতীয়তা: বাঙালি
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: লায়লী-মজনু, ইমাম বিজয়
0 comments:
Post a Comment