আমাদের পোস্ট আপনাদের মুগ্ধ করতে পারে

Tuesday, May 22, 2018

জীবনানন্দ দাশ


☆☆ ছদ্ম নামঃ শ্রী ,কালপুরুষ ☆☆ উপাধিঃ রুপসী বাঙ্গলার কবি ☆☆ জীবিকাঃ কবি, ঔপন্যাসি, গল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, গীতিকার, সম্পাদক, অধ্যাপক ☆☆ জন্ম পরিচয়ঃ জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি (বঙ্গাব্দ ফাল্গুন ৬, ১৩০৫) ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা ছিলেন ঢাকা জেলার বিক্রমপুর পরগণা নিবাসী। ☆☆ পিতা-মাতা: জীবনানন্দের পিতা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক, প্রাবন্ধিক, বরিশাল ব্রাহ্ম সমাজের সম্পাদক এবং ব্রাহ্মসমাজের মুখপত্র ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন গৃহস্থ, কিন্তু তিনি কবিতা লিখতেন। তাঁর সুপরিচিত কবিতা আদর্শ ছেলে (আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড়ো হবে) আজও শিশুশ্রেণীর পাঠ্য) ☆☆ সাহিত্য ধারাঃ আধুনিক বাংলা কবিতা ☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: রবীন্দ্র-স্মৃতি পুরস্কার (১৯৫২), সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৫৫) ☆☆ দাম্পত্য সংগীঃ লাবণ্য গুপ্ত (বি. ১৯৩০) ☆☆ মৃত্যু : অক্টোবর ২২, ১৯৫৪ (বঙ্গাব্দ কার্তিক ৫, ১৩৬১)
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support