☆☆ জীবিকাঃ লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ আনুমানিক ১৪-১৫ শতকের কবি। মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। কবি ছিলেন গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন।
☆☆ সাহিত্য ধরনঃ তাঁর কাব্যে ধর্মীয় পটভুমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান।
☆☆ জাতী: বাঙ্গালী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিস্টাব্দে) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন।
0 comments:
Post a Comment