☆☆ জন্ম পরিচয়ঃ নির্মলেন্দু গুণ জুন ২১,১৯৪৫ সালে (আষাঢ় ৭, ১৩৫২ বঙ্গাব্দ) কাশবন, বারহাট্টা, নেত্রকোণায় এক হিন্দু পরিবারে জন্ম নেন।
☆☆ পিতা-মাতা: বাবা সুখেন্দু প্রকাশ গুণ এবং মা বিনাপনি
☆☆ জিবীকাঃ কবি, চিত্রশিল্পী
☆☆ সাহিত্য ধারাঃ তিনি প্রধানত একজন আধুনিক কবি। শ্রেণীসংগ্রাম, স্বৈরাচার-বিরোধিতা, প্রেম ও নারী তার কবিতার মূল-বিষয় হিসেবে বার বার এসেছে
☆☆ জাতীয়তা: বাঙ্গলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০), না প্রেমিক না বিপ্লবী (১৯৭২), স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো , অমিমাংসিত রমণী (১৯৭৩), দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪), চাষাভুষার কাব্য (১৯৮১), সোনার কুঠার (১৯৮৭), আমার ছেলেবেলা
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী (১৯৮২), একুশে পদক (২০০১), স্বাধীনতা পুরস্কার (২০১৬)
0 comments:
Post a Comment