আমাদের পোস্ট আপনাদের মুগ্ধ করতে পারে

Tuesday, May 22, 2018

কামিনী রায়


☆☆ ছদ্ম নামঃ জনৈক বঙ্গমহিলা ☆☆ জিবীকাঃ কবি, সমাজকর্মী, নারীবাদী লেখিকা ☆☆ জন্ম পরিচয়ঃ তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব কামিনী রায়ের জন্ম অক্টোবর ১২, ১৮৬৪ সালে পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) বাকেরগঞ্জের বাসণ্ডা গ্রামে (বর্তমানে যা বরিশাল জেলার অংশ)। তাঁর পিতা চন্ডীচরণ সেন একজন ব্রাহ্মধর্মাবলম্বী, বিচারক ও ঐতিহাসিক লেখক ছিলেন। ☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয় ☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: আলো ও ছায়া (১৮৮৯), মাল্য ও নির্মাল্য (১৯১৩), দীপ ও ধূপ (১৯২৯),জীবন পথে (১৯৩০) ☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৯) ☆☆ দাম্পত্য সংগী: কেদারনাথ রায় ☆☆ মৃত্যুঃ সেপ্টেম্বর ২৭, ১৯৩৩
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support