☆☆ উপাধিঃ ইসলামী রেনেসার কবি
☆☆ জন্ম পরিচয়ঃ কবির জন্ম জুন ১০,১৯১৮ খ্রিস্টাব্দে (তৎকালীন যশোর জেলার অন্তর্গত) মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে
☆☆ পিতা-মাতা: বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। আর মায়ের নাম রওশন আখতার।
☆☆ জীবিকা: সরকারী চাকুরী,মাসিক মোহাম্মদী পত্রিকা সম্পাদনা,স্টাফ আর্টিস্ট (বেতার)
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: সাত সাগরের মাঝি (ডিসেম্বর,১৯৪৪), সিরাজাম মুনীরা (সেপ্টেম্বর,১৯৫২),নৌফেল ও হাতেম (জুন,১৯৬১),হাতেম তায়ী (মে,১৯৬৬).
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার (১৯৬০), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পদক (১৯৮০)
☆☆ দাম্পত্যসঙ্গী: আপন খালাতো বোন সৈয়দা তৈয়বা খাতুন (লিলি) (নভেম্বর,১৯৪২)
☆☆ মৃত্যু: অক্টোবর ১৯, ১৯৭৪
0 comments:
Post a Comment