☆☆ জীবিকাঃ জাতীয় অধ্যাপক, সাবেক উপাচার্য (জাবি,রাবি), বাঙ্গলা একাডেমীর সাবেক মহাপরিচালক, ইউ জি স্যার সাবেক চেয়ারম্যান
☆☆ জন্ম পরিচয়ঃ বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবিন্ধিক, গবেষক, সম্পাদক, অনুবাদক ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ১৯২২ খ্রীস্টাব্দের ২৬ মার্চ বর্তমান মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: অনেক আকাশ (১৯৬০), একক সন্ধ্যায় বসন্ত (১৯৬২), সহসা সচকিত (১৯৬৮), উচ্চারণ (১৯৬৮), পদ্মাবতী (১৯৬৮), মধুমালতী (১৯৭১)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: নাসির উদ্দীন স্বর্ণপদক (১৯৮৫), মধুসূদন পুরস্কার (১৯৮৫), স্বাধীনতা পুরস্কার (১৯৮৭), জাতীয় অধ্যাপকরূপে নিযুক্তি (১৯৮৯), কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (মরণোত্তর) ২০০৩
☆☆ মৃত্যু : ২৫শে জুলাই, ২০০২
0 comments:
Post a Comment