☆☆ জন্ম পরিচয়ঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম ১৯৫৬ সালের ১৬ অক্টোবর তাঁর পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তাঁর মূল বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার মিঠেখালি গ্রামে। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম।
☆☆ জীবিকাঃ কবি, সাহিত্যিক
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: বাতাসে লাশের গন্ধ, উপদ্রুত উপকূল (১৯৭৯), ফিরে পাই স্বর্ণগ্রাম (১৯৮২), মানুষের মানচিত্র (১৯৮৪), সোনালি শিশির
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার:মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার (১৯৮০)
☆☆ দাম্পত্য সংগীঃ ১৯৮১ সালের ২৯ জানুয়ারি বহুল আলোচিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন। ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে
☆☆ মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন
0 comments:
Post a Comment