আমাদের পোস্ট আপনাদের মুগ্ধ করতে পারে

Monday, May 21, 2018

রবীন্দ্রনাথ ঠাকুর


☆☆ ছদন নামঃ ভানুসিংহ ঠাকুর ☆☆ উপাধিঃ গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি ☆☆ জন্ম পরিচয়ঃ রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই মে, ১৮৬১ খ্রিস্টাব্দে (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ)কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭–১৯০৫) এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী (১৮২৬–১৮৭৫) ☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয় ☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), প্রজাপতির নির্বন্ধ (১৯০৮), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯),ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২), ফাল্গুনী (১৯১৬), মুক্তধারা (১৯২২), রক্তকরবী (১৯২৬),কাবুলিওয়ালা, হৈমন্তী, দেনাপাওনা,খেয়া (১৯০৬), গীতাঞ্জলি (১৯১০), গীতিমাল্য (১৯১৪) ও গীতালি (১৯১৪) ☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: সাহিত্যে নোবেল পুরস্কার (১৯১৩) ☆☆ দাম্পত্য সংগী: মৃণালিনী দেবী (বি. ১৮৭৩–১৯০২) ☆☆মৃত্যু: ৭ই আগস্ট, ১৯৪১ (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support