☆☆ জীবিকাঃ লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ
☆☆ জন্ম পরিচয়ঃ জাফর ইকবালের জন্ম , ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর তারিখে সিলেটে।
☆☆ পিতা-মাতা: তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। বাবা ফয়জুর রহমান আহমদের পুলিশের চাকরির সুবাদে তার ছোটবেলা কেটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ:
উপন্যাস: আকাশ বাড়িয়ে দাও (১৯৮৭), সবুজ ভেলভেট (২০০৩)
বৈজ্ঞানিক কল্পকাহিনী: কপোট্রনিক সুখ দুঃখ (১৯৭৬), একজন অতিমানবী (১৯৯৮)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার
☆☆ দাম্পত্য সংগীঃ ড.ইয়াসমীন হক
0 comments:
Post a Comment