☆☆ ছদ্ম নামঃ অনিলা দেবী
☆☆ উপাধিঃ অপরাজেয় কথাশিল্পী , সাহিত্য সম্রাট
☆☆ জীবিকাঃ লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। পাঁচ ভাই বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তাঁর দিদির নাম অনিলা দেবী
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: জগত্তারিণী পদক (কলিকাতা বিশ্ববিদ্যালয়)
☆☆ দাম্পত্য সংগীঃ শান্তি দেবী, হিরন্ময়ী দেবী
☆☆ মৃত্যু : ১৬ জানুয়ারি, ১৯৩৮
0 comments:
Post a Comment