☆☆ জীবিকাঃ ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি
☆☆ জন্ম পরিচয়ঃ মীর মশাররফ হোসেন নভেম্বর ১৩, ১৮৪৭ সালে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালীর একটি ছোট গ্রাম লাহিনিপাড়ায় জন্মগ্রহণ করেন। কিন্তু তার জীবনের অধিকাংশ সময় তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমদীতে অতিবাহিত করেন। ।
☆☆ পিতা-মাতা: পিতা মীর মোয়াজ্জেম হোসেন (মুসলিম সম্ভ্রান্ত ব্যক্তি) এবং মাতা দৌলতুন্নেছা
☆☆ সাহিত্য ধারাঃ বাঙ্গালী ঔপন্যাসিক,নাট্যকার ও প্রাবন্ধিক
☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয়
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: জমিদার দর্পন, বিষাদ সিন্ধু, বসন্তকুমারী নাটক, গাজী মিয়ার বস্তানী
☆☆ দাম্পত্য সংগীঃ আজিজ-উন-নেছা, বিবি কুলসুম
☆☆ মৃত্যু: নভেম্বর ১৩, ১৯১২
0 comments:
Post a Comment