☆☆ পুরো নামঃ সুকুমার রায় চৌধুরী
☆☆ ছদন নামঃ উহ্যনাম পণ্ডিত
☆☆ জন্ম : ৩০শে অক্টোবর,১৮৮৭
☆☆ পরিচয়ঃ তিনি একজন বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স রাইমের প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তাঁর পুত্র খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।।
☆☆ পিতা-মাতা: সুকুমার ছিলেন বাংলা শিশুসাহিত্যের উজ্বল রত্ন উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছেলে। সুকুমারের মা বিধুমুখী দেবী ছিলেন ব্রাহ্মসমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে
☆☆ উল্লেখযোগ্য পরিচয়ঃ তিনি প্রখ্যাত চলচিত্র পরিচালক সত্যজিত রায়ের পিতা
☆☆ মৃত্যু: ৩০শে অক্টোবর,১৯২৩
0 comments:
Post a Comment