☆☆ জন্ম পরিচয়ঃ হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার কেন্দুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন
☆☆ পিতা-মাতা: পিতা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ
☆☆ জীবিকাঃ লেখক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, নাট্যকার , রসায়ন এর প্রফেসর
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, জীবনী, কলাম, গান
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: এইসব দিন রাত্রি, নন্দিত নরকে, বহুব্রীহি, কোথাও কেউ নেই, হিমু সংক্রান্ত উপন্যাস, মিসির আলি সংক্রান্ত উপন্যাস, বলপয়েন্ট, কাঠপেন্সিল (২০১০), ফাউন্টেইন পেন, রংপেনসিল (২০১১)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার (১৯৮১), শিশু একাডেমী পুরস্কার, একুশে পদক (১৯৯৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার
☆☆ দাম্পত্য সংগীঃ গুলতেকিন আহমেদ (১৯৭৩-২০০৩), মেহের আফরোজ শাওন (২০০৫-২০১২)
☆☆ মৃত্যু: ১৯ জুলাই, ২০১২
0 comments:
Post a Comment