আমাদের পোস্ট আপনাদের মুগ্ধ করতে পারে

Tuesday, May 22, 2018

মাইকেল মধুসূদন দত্ত


☆☆ ছদ্ম নামঃ টিমোথি পেনপোয়েম ☆☆ উপাধিঃ মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেটের জনক ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ☆☆ জীবিকাঃ কবি, নাট্যকার ☆☆ জন্ম পরিচয়ঃ ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার (অধুনা বাংলাদেশ রাষ্ট্রের যশোর জেলার কেশবপুর উপজেলার) সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। ☆☆ পিতা-মাতা: মাইকেল ছিলেন রাজনারায়ণ বসু ও তাঁর প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ বসু ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল। ☆☆ জাতীঃ বাঙালী ☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: কাব্য : মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব, দি ক্যাপটিভ লেডী, ব্রজাঙ্গনা নাটক: শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, প্রহসন, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ,একেই কি বলে সভ্যতা ☆☆দাম্পত্য সংগীঃ রেবেকা ম্যাকটাভিস, হেনরিতা সোফিয়া হোয়াইট ☆☆মৃত্যু : ২৯ জুন, ১৮৭৩
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support