☆☆ পৈত্রিক নামঃ শেখ আজিজুর রহমান
☆☆ জীবিকাঃ অধ্যাপক,লেখক, সাহিত্যিক, কবি
☆☆ জন্ম পরিচয়ঃ ১৯১৭ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের হুগলী জেলার জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন
☆☆ পিতা-মাতা: পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম
☆☆ সাহিত্য ধরনঃ গল্প, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, আত্মজীবনী, স্মৃতিখণ্ড, শিশুতোষ ইত্যাদি
☆☆ জাতীয়তা: বাংলাদেশি
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: জননী (১৯৫৮) (১ম উপন্যাস), ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম, জুনু আপা ও অন্যান্য গল্প (১৯৫২), মনিব ও তাহার কুকুর (১৯৮৬)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক, বাংলা একাডেমী, স্বাধীনতা দিবস পুরস্কার
☆☆ দাম্পত্য সংগীঃ শান্তি দেবী, হিরন্ময়ী দেবী
☆☆ মৃত্যু: ১৪ মে, ১৯৯৮
0 comments:
Post a Comment